স্টীমারের হুইসল, উড়ে যায় গাংচিল,
আকাশ থমকে কালো মেঘেতে,
দূরে দূরে ভাসে বয়া, বার্জগুলো আধশোয়া
গোধূলির রঙ মেশে জলেতে।
চিমনির কালো ধোওয়া, পোড়া ছাই ওড়া হাওয়া,
ভেসে যায় নৌকার পালেতে,
এ পাড় ওপাড় জুড়ে, গঙ্গার বুক চিরে
সারি সারি বাতি জ্বলে ব্রীজেতে।
উথাল পাথাল হাওয়া, তীরবেগে বয়ে যাওয়া
সফেন জলের মাঝে স্পীডবোট,
সন্ধ্যা-লোকের ছায়ায়, চাঁদের মুখের মায়ায়
হৃদয় ওলোট পালোট।


                    **********