যুগে যুগে মাগো বন্দিনী হয়ে,
ছিলে পরাধীন শৃঙ্খলে।
পাষান বর্বর লুঠেছে তোমায় ,
কুঠার হেনেছে পদমুলে।
তোমার বুকের রক্তে ভিজেছে,
সাদা চামড়ার কালো হাত।
সজল চোখেতে সয়ে গেছো তুমি,
নিষ্ঠুরতার অভিঘাত।
সাহেবরা তোমায় ছাড়ল যেদিন,
স্বাধীন হলে তো জানি।
কিন্তু আজ ও সইছ তুমি,
পরাধীনতার গ্লানি।
তবে, আর নয় মা সময় এসেছে,
সরাব এ সব জঞ্জাল।
সভ্য বেশের বর্বর যারা,
বিছিয়েছে মায়াজাল।
উপাসনা ভেদে রাম ও রহিমে,
ভেদাভেদ যারা করে।
তাদেরই কুটিল ব্যাকরণে জেনো,
শয়ে শয়ে লোক মরে।
ভারতবর্ষের আলো ও বাতাসে,
একই জাতির জন্ম হয়।
রাম ও রহিম একযোগে হাসে,
কখনো, ধর্ম হয় না ক্ষয়।
তোমার সন্তান রবে দুধে ভাতে,
যদি একসাথে হাত ধরে।
জাত ও পাতের বিবাদ ভুলে,
মানবতার আলোয় ফিরে।


***************