রাত্রি দুপুর সকাল বিকেল
বন্ধ ঘরে কাটছে দিন
বার, ভুলেছি, মাস ভুলেছি
দিশাহারা অন্তহীন।


ঘড়ির কাঁটা চলছে তো ঠিক
ক্ষণকালের নেই বিরাম
থমকে গেছে জন জীবন
যাচ্ছে কমে আয়ুর মান।


যাচ্ছে মুছে রাত্রি দিন
কালের নিয়ম কে আটকায়
হিসেব, সে-সব ওলটপালট
ঋতুও দেখো পথ হারায়।


আসছে ঘুরে কালবোশেখী
বৃষ্টি ঝরে বিরামহীন
আকাশে লাল অস্তরাগ
দিগন্ত আজ দূষণহীন


স্তব্ধ পথে চারটে নেড়ি
ভাবছে কি যে কে জানে
ইতি উতি খুঁজে ফেরে
খাবার আছে কোনখানে?


মুখোশ মুখে মুখোশ ধারী
আজকে দেখি সেও ডরায়।
গরিব চাষার মুখের ভাষা
শূন্য ক্ষেতে পথ হারায়


মহামারী ভাঙছে ঘর
তুলছে খুঁড়ে জীবনবোধ
মারছে মানুষ হাজার হাজার
আজ প্রকৃতি নিচ্ছে শোধ


ফেসবুকেতে আছড়ে পড়ে
বন্ধমুখের কথার ঢেউ
হাজার মুখে বোনা সুখে
সত্যি স্বজন আছে কি কেউ?


কান্না হাসির ঘনঘটায়
আবেগ, বিষাদ আর প্ৰলাপ
শব্দে গানে ভাসতে থাকে
তরজা, থেকে প্রেম বিলাপ


দিস কটি লাইক কমেন্ট শেয়ার
যাসনা চলে স্ক্রল করে
ক্ষণিক দেখা হলে পথে
বলিস কথা মন করে।