তুই তো নেতা, তুই তো মন্ত্রী, দেশের বনমালী,
তোর বচনে মোহিত মানুষ দেয় যে হাতে তালি।
সেই হাতে শোন, একেক ভোটে, ব্যালট, ই ভি এমে,
তোকেই বেছে তুললো ধরে দেশের সেবার নামে।
সম্মোহনে অন্ধ চাষা ভালো কিছুর আশায়,
মরল এসে স্বপ্ন শেষে, বৃথা ভালোবাসায়।
পরিষেবার নামে পেল মিথ্যে আশার ঝুড়ি,
আর, কাট মানিতে ভরলি পকেট, বানালি তোর বাড়ি।
চিটফান্ডের টাকায় হলো গতরটা তোর মোটা,
দুঃখীর টাকায় চড়তে গাড়ি ভাবিস নি একফোঁটা।
বাড়ি, গাড়ি, জমি, জায়গায় সিন্ডিকেটের রাজ,
তোলার টাকায় তোর মোচ্ছব, করিস যত কাজ।
জনগণের করের টাকায় যে কোষাগার ভরে।
হয় নয় ছয় সেই টাকাটাই যতেক-শ্রী তে জুড়ে।
শিল্প শুধুই জল্পনা সার, বেবাক রঙিন ফানুস
সেই আবর্তে ঘুরে মরে, স্বপ্ন দেখা মানুষ।
আর কত কি বলবো রে তুই প্রচুর গুনের আধার,
সেই আধারে আলোটাই কম, নিকষ অন্ধকার।
সাদা নীল এর ঘনঘটা, মিথ্যা বাচন ভাষণ,
গোদের ওপর বিষের ফোঁড়া, হুমকি দিয়ে শাসন।
গুন্ডামি আর মাস্তানিতে তোর জুড়ি মেলা ভার,
উন্নয়নের আচ্ছাদনে করেছিস ছারখার।
প্রতিবাদীর মুখে কুলুপ, মৌন বুদ্ধিজীবী
লাল সন্ত্রাস গর্তে লুকোয়, খাচ্ছে কেবল খাবি।
এবারে আর নয়, জনতা সব দাঁড়াচ্ছে দ্যাখ ঘুরে,
সবাই মিলে নেবে হিসেব, ফেলবে তোদের পেড়ে।
দিকে দিকে সংঘবদ্ধ হচ্ছে জনগণ,
পরিবর্তনের দিশায় ঘটুক নব-জাগরণ।