আমাদের স্বপ্নগুলো -
ছেড়া কাথায় শুয়ে লক্ষ টাকা পাওয়ার স্বপ্ন,
হাতে চাঁদ পাওয়ার দুরুহ স্বপ্ন।
লটারীর সব টাকা পাওয়ার মধুরতম স্বপ্ন
ঐ দুর নীলিমায় হারিয়ে যায়।


আমাদের স্বপ্ন গুলো -
কখনো হারিয়ে যায় ঘন কুয়াশার চক্রবাকে।
কখনো স্বপ্ন ভেঙে যায়,
সাগরে ভাসমান কোন বিশাল বরফ খন্ডের সাথে সংঘর্ষে।


আমাদের স্বপ্ন গুলো -
সাগরের ফেনার মতো হঠাৎ করে হারিয়ে যায়।
মুক্ত বিহঙ্গের মতো কখনো হারিয়ে যায়
গভীর অরন্যে চিরতরে।
তবুও স্বপ্ন দেখি জীবনের প্রতিটি ক্ষনে ক্ষনে।


আমাদের অসফল স্বপ্ন গুলো -
কখনো পায়না প্রবেশাধিকার স্বপ্ন পুরী হতে
জগতের কোন রাজপ্রসাদে।
যেমনি পায়না অধিকার,
সমাজপতিদের রূঢ় শাসনের প্রেক্ষিতে
প্রেমিক প্রেমিকার প্রকাশ্য মিলন।


আমাদের স্বপ্ন সাধনা চলে অবিরাম আজীবন
তবুও হয় না গড়া সাধের রং মহল।