সব কিছু দূরে রেখে ভাবছি
আর বলছি মনে মনে,
আমার মন খারাপ হয়েছে,
ভালো নেই আমি এই ক্ষনে।


আমার মতো যদি হয় তোমার মন
তাহলে রাখিও স্মরণ,
আমার মন খারাপ টা ক্ষনিকের তরে
দেখো হাসছি এখন।


এই জগত সংসারে কেউ নেই সুখী
সবার হাল একি,
এই সবের মাঝে তবুও বেশ আছি
নিঃসঙ্গ একাকী।


সকালে ঘুম ভাঙে কাকের কা কা স্বরে
বদনখানি ধুইতে যায় পুকুর পাড়ে,
তারপরে শুরু হয় দিনের ব্যস্ততা পরের ঘরে
জ্ঞান পরিবেশনের তরে।


বিয়ের বাজারে চাহিদা কম নাম আমার
টিউশনি মাস্টার,
অনিশ্চিত এই চাকরি তে কেউ তুষ্ট নয়
মেয়ে দিবে কার.??!


নিজের কাজ নিজে করি এটাই মোদের
সুখ দুঃখের আনন্দ ক্ষন,
তারপরে ও  বেশ ভালো লাগে দ্বিধাহীন
এই ব্যাচেলর জীবন।