একলা বিকেল ব্যস্ত শহর
বিষন্নতায় কাটছে ঘোর
এমন সময়ে ডাক যে এলো
আসতেই হবে এই প্রহর।


অপেক্ষা করেছে সেই দুপুর অবদি
কষ্ট লাগছে- না দেখার অনুভবে,
কি করে বলব, না করব কিভাবে?
আমার যে অচেনা শহর।


সাহস নিয়ে গেলাম ছুটে
ঝিমিয়ে পড়া রিক্সায় চেপে
খানিক বাদে এসেছো তুমি
মুখে প্রেরণার হাসি,
কাছে এলে শোনালে অন্য খবর।


সাথে আছে তোমার বড় বোন
তোমার প্রিয় সই,
বলছে দাঁড়িয়ে থাকবে কি শুধু
বসব আমরা কই??
কয়েক কদম হাটার পরে
পেলাম ভুতের গলি
সেখানে চললো খোশগল্প।


কিছুটা নার্ভাস ছিলে তুমি
কি বলেছি কিছুই জানিনা আমি,
শুধু শ্রোতার মত শুনেই গিয়েছ
উত্তর তেমন দাওনি তুমি।


আমার ছিলো তাড়া
তাই বেশিক্ষন থাকতে পারিনি,
চাওয়ার চেয়ে পাওয়া হল অনেক খানি
তবুও ভালোই কেটেছে আমার
বিকেলের সেই প্রহর।