(তোমার তরে লিখছি...)
যে দিয়েছিল প্রেম তোমাকে
ফুলের পাপড়ির মত নরম ফুলঝুরি,
যে চেয়েছিল তার অন্তরে
শীতের পাখির মত জড়োসড়ো তোমাকে
অথচ তাকে তো দাওনি তখন স্বীকৃতি
দাওনি তো ধরা সুন্দর বিকেলে।


কেন আজ তবে ফিরছো তার আঙ্গিনায়
বাজাও কেন তার বিরহী হৃদয়ে
অতীতের সজল গান?
মরুভূমির হৃদয়ে তব খোঁজ কেন আজ
মরীচিকার প্রাণ।
আজ বেলা শেষে অবেলায়
কেন হতে চাও তার প্রণয়ী।?


তীব্র কামনার ফলপ্রসু এটাই হওয়ার ছিলো
বড়ো বেশি চাওয়া ছিলো
বড়ো বেশি হারানো হলো,
ভালবাসা আজ চাইনা মিলন,
বিরহে পুড়তে চাই আরো সহস্র বছর
অন্তহীন এই গভীর অনলে
জ্বলতে জ্বলতে একদিন হবে নিঃশেষ।