প্রেয়সী!! বিশ্বাস শব্দটিকে
তব হৃদয়েই রেখো।
বিশ্বাস আর ভালবাসায় পাশে থেকো।
জানি হয়তো বলবে আমি স্বার্থপর
কিংবা বলবে আমি নির্বোদ,
কিন্তু তা অবিশ্বাস থেকে নয়,
হৃদয়ের খেলায় হেরে যাই বলেই
আমি নির্বোধ কিংবা স্বার্থপর হই।


আমার প্রতি অগাধ বিশ্বাস আছে বলে
তুমি এখনো আমায় ভালবাসো,
এখনো গভীর নিশিতে আমায় ভাবো।
যদিও এই ক্ষনিকের মিছে দুনিয়ায়
সব ভালবাসার মিলন হয় না
সব ভালবাসা পরিনত পায় না,
তবে বিশ্বাস করো, আমার হৃদস্পন্দনে
শরীরের শিরা-উপশিরায় তুমিই মিশে আছো।


প্রেয়সী! যে তোমায় প্রকৃত ভালবাসে
তোমার তরে যার হৃদয় কাদেঁ
তাকে কভু করিওনা অবহেলা,
ভালবাসা বুঝে নিও তব হৃদয় দিয়ে।
চোখের অশ্রু মিথ্যা হতে পারে,
মিথ্যে হতে পারে কারো মুখের বুলি,
তবে তোমাকেই বলি বিশ্বাস হৃদয়েই রেখো,
কভু অবিশ্বাস করো না ভালবেসে।