এখন বড় দুঃসময়,
চারিদিকে বিছানো ষড়যন্ত্রের জাল।
শুধুই কী তাকিয়ে থাকবে বলো
কী হবে দেশের হাল!


কেউ মারছে নির্বাচারে মানুষ
কেউবা ক্ষমতার দাপটে দিচ্ছে
অন্যের ঘাড়ে দোষ।
কেউবা আড়ালে চালছে সর্বনাশা চাল।


কেউ করছে দুর্নীতি
জনতার টাকা খাচ্ছে লুটেপুটে,
প্রতিবাদ করবে কে বলো!
দেশপ্রেমিক আজ হয়েছে মাতাল।


আজ বড় অসহায় স্বাধীনতা
কথা বলার নাই ক্ষমতা,
শুধু দেখে যাও আর চোখ বুঝে সয়ে নাও
নতুবা করবে তোমায় বেহাল।


দেশ আজ তলাবিহীন যেনো ঝুড়ি
দিবালোকে হচ্ছে হাজার কোটি টাকা চুরি,
এই অকুল দরিয়ার তুফানে মাঝি ভিষণ দূর্বল
এহেন দুঃসময়ে কে তুলিবে পাল।


আবারও গর্জে উঠুক শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর
৭ই মার্চের আগুন ঝরা ভাষনের মত,
এগিয়ে এসো হে তরুণদল বীর বিক্রমে
হাতে নিয়ে আলোর মশাল।