একুশ মানে বাঁচতে শেখা
মায়ের ভাষায় জীবন দেখা,
দুঃশাসনের দেয়াল ভেঙে
বীর বিক্রমে এগিয়ে যাওয়া।


একুশ মানে চিৎকার করে মাকে ডাকা
'রাস্ট্র ভাষা বাংলা চাই' বলে,
বাংলা মায়ের দামাল ছেলেদের
রাজপথে মিছিলে যোগ দেওয়া।


একুশ মানে নতুন একটি কবিতা
যেখানে লিখা হবে অজস্র শব্দমালা,
লিখা হবে ছাত্র জনতার মনের যতো ক্ষোভ
হৃদয়ের অজানা সকল কথা।


একুশ মানে ভাষার স্বাধীনতা
থাকুক যতো আঞ্চলিকতা
আমি, তুমি, আমরা সবাই বাঙালি
মায়ের ভাষাতে সুখ খুঁজে পাওয়া।