ও হে মুসলমান!  ঘুমিয়ে কী রবে তুমি!
জেগে উঠো,সিয়াম সাধনায় নিমগ্ন হও
ঐ যে মসজিদের মিনার হতে মুয়াজ্জিন
হাঁকছে আযান,নামাজের তরে দৌড়ে এসো-
এলো যে মাহে রামাদান।


রহমত, মাগফেরাত, নাজাতের এই মাসে,
রহমতের ফেরেশতাকুল হাসে,
পাপী-তাপী যত আছো ক্ষমা চাও প্রভুর কাছে,
ক্ষমা করে দিবেন প্রভু রহমান,
এলো যে মাহে রামাদান।


একটি নেকিতে পাবে তুমি সত্তর ভাগ পুণ্য
আছে হাদীসে বয়ান,
সব ভেদাভেদ ভুলে গিয়ে হও একতা,
পিতা-মাতা,ভাই -বোন,পাড়ার গরীব, মিসকিন
যত আছে, করো তাদের এহসান।
এলো যে মাহে রামাদান।


ওহে মজুতদার ব্যবসায়ী!
শোনো কুরানের আহবান।
মালে ভেজাল মেশাও কেনো?
কেনো বাড়াও তুমি দ্রব্য সামগ্রীর দাম,?
পরকালে হিসাব হবে গুনে গুনে,
ভয় করো! ভয় করো! সেদিনের তরে,
যেদিন পাপ,পুণ্যের মাপকাঠি হবে মিজান।


ওহে সরকারি আমলা!
ঘুষ আর খেয়োনা তুমি,তোমায় বাচাতে পারবেনা
তোমার  অর্জিত টাকা -পয়সা, ভুমি,জায়গা জমি।
আধার কবরে সঙ্গী হবে তোমার নামাজ,রোজা, হজ্ব,যাকাত আর ঈমান।


সেহরী,ইফতারে সঙ্গী করে নাও তোমার রোজাদার ভাইকে, গরীব অসহায়ের প্রতি সদয় হও,
বিলিয়ে দাও তাদের প্রতি তোমার ক্ষুদ্র দান।
উত্তম পুরস্কার দিবেন তোমায় আল্লাহ সোবহান।


বেশি বেশি পাঠ করো পবিত্র কুরান,
একটি অক্ষরে পাবে তুমি সওয়াব সত্তরের সমান,
শেষ রাতে দাড়িয়ে যাও তাহাজ্জুদে,
ইখলাসের সাথে ইবাদত করো,
মহান প্রভু বাড়িয়ে দিবেন তোমার মকাম।
এলো যে মাহে রামাদান।