ইচ্ছে করে পাখির মতো
ডানা মেলে উড়তে,
ইচ্ছে করে হাত উঁচিয়ে
ঐ আকাশটাকে ছুইতে।


ইচ্ছে করে অতিথি পাখির মতো
দেশ -বিদেশে ঘুরতে,
ইচ্ছে করে প্রজাপতি হয়ে
ফুলের মধু খুঁজতে।


ইচ্ছে করে ধরণী টা কে
হাতের মুঠোয় ধরতে,
ইচ্ছে করে এক পলকে
দূর দিগন্তে ছুটতে।


এই জীবন ইচ্ছে গুলোর
নাই তো ভাই শেষ,
ইচ্ছে গুলো পূরণ করতে
কষ্ট করতে হবে বেশ।


বিঃদ্রঃ কবিতাটি আজ থেকে দশ বছর আগে লিখেছিলাম,
পুরনো ডায়েরি থেকে নেওয়া।
তারিখ ১৮/০১/২০১০ ইংরেজি।
রাউজান,  চট্টগ্রাম।