খুব কষ্ট হয় জানো!
তোমার জন্য অপেক্ষার প্রহর গুনে,
ভাবি তুমি যদি না আসো,
তাহলে কী হবে আমার।
আমি জানি তুমি আসবে,
কোন এক গোধূলি  লগনে,
যখন সন্ধ্যা পাখিরা ফিরবে নীড়ে,
নদীর মাঝিরা ভিড়াবে নৌকা তীরে।


আমি দাঁড়িয়ে থাকি চিরচেনা সেই গাছ তলায়,
যেখানে তোমার আমার প্রথম চোখাচোখি।
মনে আছে কী তোমার!
যেদিন হয়েছিল হৃদয়ের আলিঙ্গন,
খুব মনে পড়ে মিষ্টি মধুর সেই ক্ষন।
চোখ বুজে ভাবি, এই বুঝি আসলে তুমি
আলতো করে হাত রাখছ আমার হাতে।


স্বপ্নের ঘোরে এভাবে কেটে যাচ্ছে
অপেক্ষারত সময় গুলো,
তবুও আমি আশায় বাঁচি।
একদিন আসবে তুমি সব বাধা ভেঙে,
সমাজের মিথ্যে শৃঙ্খলার শিকল ছিড়ে,
সেদিন অঝোর ধারায় বৃষ্টি নামবে
আমার এই শুষ্ক হৃদয় জুড়ে।


আঁখি দুটো করবে ছলছল,
মুখ ফুটে বলবো"এতোদিন কোথায় ছিলে?