ফাগুন এলো আগুন জ্বেলে
শিমুল পলাশের ডালে ডালে
ফুলে ফুলে মৌমাছির মৃদু গুনগুন,
কোকিলের কুহু কুহু সুরে
রব উঠেছে প্রকৃতির তরে তরে
নব রূপে সেজেছে ভুবন।


নীল রঙে মেঘহীন আকাশ
ঝিরিঝিরি বইছে শীতল বাতাস
চারিদিকে শুনি পাখির কুজন,
আমের শাখায় এলো নতুন মুকুল
শুকালো নদী শীর্ণ দু'কুল
আনন্দে চলছে বেশ বনভোজন।


ফাগুন এলো লাল শাড়ীতে
দক্ষিণা হতে আসে সমীরণ
বাহারি ফুলের স্নিগ্ধ সুবাসে জুড়ায় মন,
ষড় ঋতুর এই সোনার বাংলায়
ফাগুন এসে উদ্দীপনা জাগায়
ত্যাগের কথা করিয়ে দেয় স্মরণ।