ওগো প্রেয়সী!
ফিরে এসো, ফিরে এসো প্রেমের বন্দরে
যেখানে ঠাঁই দাড়িয়ে আছে এক প্রেমিক
অশ্রু সিক্ত নয়নে দু'হাত বাড়িয়ে
আকুল স্বরে সে ডাকছে তোমায়
ফিরে এসো! ফিরে এসো!
ফিরে এসো ভালবাসার নীড়ে ।


তুমি হীনা প্রতিটি সকাল যেন কাটছে
শীতের ধুসর কুয়াশার মতো!
প্রচন্ড হীম শীতল বাতাসে রুদ্ধ অস্পষ্ট কণ্ঠ
তবুও ক্ষীণ স্বরে সে ডাকছে তোমায়
ফিরে এসো! ফিরে এসো বলে
বাংলার বহমান শান্ত নদীর তীরে।


ওগো প্রেয়সী !
আর কতকাল এভাবে থাকবে দূরে!
আর কতকাল অভিমানের রাত কাটাবে!
শীতের শেষে আসবে বসন্তের রঙিন ভোর
আসবে সজীবতা বৃক্ষের প্রতিটি শাখায়,
বাহারি ফুলে সাজাবো তোমার আমার ভালবাসা কোকিলের মিষ্টি কুহু কুহু সুরে।


আমার সকল ভাবনা জুড়ে তোমায় রাখি
দিবানিশি ঘুমের ঘোরে স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে সুখের ঘর বাধবো বলে -
হৃদয়চিত্তে আকুল কন্ঠে ডাকছি তোমায়
ফিরে এসো! ফিরে এসো!
ফিরে এসো ভালবাসার নীড়ে।