যারে একটু দেখার লাগি
দিবানিশি অপেক্ষায় কেটেছে কত প্রহর,
আজ অজান্তে হঠাৎ তার সাথে দেখা,
অবাক তাকিয়ে দেখি!
কত বদলে গেছে সে! বড় বীভৎস বদলে গেছে!
চেহারার লাবণ্য নেই আগের মতো
শুধু ক্ষীণ দেহ দুলছে যেন শাড়ির মাঝে
তবুও আমার কাছে তারে ভালো ই লাগে।


হঠাৎ মনে পড়ে গেলো ছয় বছর আগের কথা
একসাথে কত স্বপ্ন দেখেছিলাম দুজনে
কত পথ হেটেছি হাত ধরে নির্জনে।
জানিনা কি কারণে নাকি পরিবারের বারণে
আস্তে আস্তে সরে গেলো সে নিকট হতে
দূরত্ব বাড়তে থাকে দুজনের, অসীম দূরত্ব!
কাছে যেতে চেয়েছি, ব্যথা নিয়ে ফিরেছি
তবুও ভালবাসা জিইয়ে রেখেছি বুকে।


আমাকে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো
মৃদু স্বরে "কেমন আছ?কেমন কাটছে দিনকাল??
বললাম "ভালো আছি, তোমার এই হাল কেন?
উত্তর দিল "সে অনেক কথা,আজ সময় নেই বেশি
যেতে হবে আমাকে, বর আমায় বড্ড ভালবাসে
খুঁজবে হয়তো আবার না পেলে শেষে। "
আমি আর থামাতে চাইনি তাকে
যদিও বুঝতে পারছি সুখে নাই সে।।


আমি চললাম আমার চেনা গন্তব্যে
যদিও ইচ্ছে করছিলো একটু থাকতে তার পাশে
আজ অধিকার নেই ভালবাসার,
কিংবা আদর করে তাকে কাছে ডাকার,
শুধু তার যাওয়ার পথের দিকে চেয়ে আছি,
আর মনে মনে ভাবি, এভাবে পাল্টে যায় সব।
আমি আছি একাকী বেশ আছি,
কামনা করি সে যেন থাকে অনাবিল সুখে।।