ভুলের ভুবনে আছি বসে
চেয়ে পথপানে,
সঠিক দিশার সন্ধানে ব্যাকুল  হয়ে
গেয়েছি কত খানে..?


বড় মায়ার এই পৃথিবী সব খানে
অসত্যের জয়,
টাকার কাছে হার মানে স্বপ্ন গুলো
মুকুলেই জড়ে যায়।


এভাবে কতকল আর কতো
সইবো অপমান,
মনের মধ্যে জমে আছে ব্যথা
পাহাড় সমান।


হাজারো স্বপ্ন- স্বপ্ন ই থেকে যায়
পুরণের আশায়,
তবু ও স্বপ্ন দেখি নতুনভাবে বাচার
যেতে চাই সাফল্যের চূড়ায়।