ওগো প্রেয়সী! এতো কাছে এসো না,
কাছে এসো না কোনো দিন,
দিব্বি দিলাম খোলা নীল আকাশের
নির্মল দক্ষিণা বাতাসের।
এতটা কাছে আসা বড় পীড়া দেয় আমায়
আমি চাই কিছুটা দুরত্ব থাকুক,
যে-মন ধরো দুটো পথের দুই কিনারা
কিংবা দুটো নদীর দুই ধারা।
যাদের মিলন হয়না,
তবুও তারা আশায় বাঁচে চিরদিন,
তাই বলছি এতো কাছে এসোনা।
কাছে এসো না কোনো দিন।।


তার চেয়ে ঢেরবেশি ভালো দূরেই থেকো
অনুভূতির স্পর্শে পাশে রেখো
যেমন হিমবাহ থেকে উষ্ণতা
ধীরে ধীরে প্রেমের বন্ধনে গড়ে উঠে
না বলা ভালবাসা।
তেমন দূরেত্বেই থেকে তুমি চিরদিন
কভু এতো কাছে এসো না,
যেখানে লুকিয়ে থাকে নিষিদ্ধ আরাধনা
কিংবা শারীরিক প্রলুব্ধ বাসনা।
তাই বলছি তুমি দূরেই থেকো
চোখের কোণে অশ্রু রেখো,
কাছে এসো না আর কোনো দিন।