মেঘ-বালিকা! ও মেঘ -বালিকা!
আমায় নেবে তোমার সঙ্গে,
ঐ দূর গগণে যখনি উড়ে বেড়াও,
সাদা ডানা মেলে, যখনি গাংচিল এর মতো
ঘুরে বেড়াও দেশ বিদেশে।


মাঝে মাঝে খুব ইচ্ছে হয় জানো়! ছুঁয়ে দেখতে তোমায়,কিন্তু পারিনা,শুধু দূরে সরে থাকো তুমি।
তবুও অনুভব করি তোমায়,
কেমন তুলতুলে তুলার মত নরম তুমি,
হীম শীতল ঠান্ডা শরীর তোমার।


তোমার চারপাশে কত রঙের মেলা,
রঙের ভুবনে কর তুমি সারাক্ষণ খেলা,
সাত রঙের আবরনে তোমায় বেশ লাগে।
হলুদ, লাল, নীল, বেগুনী বাহারি  ফুল।
পরী ভেবে কতবার যে করেছি ভুল।
অপলক দৃষ্টিতে শুধু দেখি তোমায় ।


তুমি থাক ঐ দূর নীলিমার অজানাই,
মাঝে মাঝে আস ফিরে এই মাটির ধরায়,
তোমার স্পর্শে আমি ফিরে পাই জীবন
তোমার প্রেমে আকুল হয় এই প্রাণ।


মাঝে মাঝে হয়ে যাও আমাবস্যার মতো
তিমির কালো রাতের মতো।
গোমড়া মুখ করে রাখো তুমি।
অপরুপ বদনখানি কালো হয়ে যায় তখনি।
আমার খুব মন খারাপ হয় তখন।
তোমার কষ্ট গুলো ঝড়ে পড়ুক এ ধরার বুকে।
আমি তা জড়িয়ে নেবো আমার সর্বাঙ্গে।


প্রায়ই অদৃশ্য হয়ে যাও তুমি!
কোথাও হারাও জানিনা আমি।
আমি অপেক্ষায় থাকি তোমার ফিরে আসার,
শ্রাবন ধারার পরশে তোমাকে কাছে পাবার।