প্রেয়সী, ভুল পথে এগিয়েছি অনেক পথ
এবার না হয় পিছন ফিরে যায়,
নতুনভাবে স্বপ্ন দেখবো বলে দৃঢ় প্রত্যয়ে
অতীত এর দুঃস্বপ্ন গুলো ভুলে যায়।


ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা বিশাল ভাঙনের
প্রস্তুতি হয়ে আছে বেশ আগেই
নিজের কষ্ট গুলো পাথর চাপা দিয়ে রাখি
হয়তো দেখবেনা আর কাছ থেকে কেউ।


জীবনের কঠিন মুহুর্তে আপন করে
পেতে চেয়েছিল এই হৃদয়,
কখনো একবার ও হয়তো ভাবেনি
করিনি হারানোর ভয়।


এখন তিক্ত বাস্তবতা সম্মুখে হাজির
চরম অবহেলার শিকার আমি,
সুখের তরে অবেলায় পালিয়েছো
তবুও চাই চিরদিন সুখে থেকো তুমি।


আমি একলা মানুষ একলা অন্ধকারে
নিজের অদৃশ্য ছায়া খুঁজি,
দুঃখ গুলো সব মুছে যাক গহীন থেকে
নব দিগন্তের সুচনা হয়তো হবে বুঝি।