প্রেয়সী! তুমি কেবল আমার বাইরের রূপ দেখেছ
দেখোনি ভিতরের কোমল হৃদয়,
কখনো খোঁজোনি কঠিন পাথর হৃদয়ের পাশে
টলটলে ঝর্ণার শীতল পানি বয়।


সবাই বলে আমি নাকি রসকসহীন মানুষ
আমার নেই কোনো কল্পনা, আবেগ,
আসলে এসবই মিথ্যে, বিশ্বাস করো প্রেয়সী
আমিও তোমার মত প্রেমময় মানুষ।


আমারও আছে- কল্পনা, আবেগ, অনুভূতি
কেবল হৃদয়ে জমাট বেধেছে কিছু দুঃখরাশি,
কেউ বুঝেনা কিংবা কাউকে বুঝাতে পারিনা
নিরবে সয়ে যায়, আর কান্না লুকায়ে হাসি।


বাস্তবতার কঠিন সমাজে আমার দারিদ্রতাকে
করেছিল যখন চরম উপহাস,
তখন শুধু নিরবে কেদেঁছি অঝোর ধারায়
হয়তো দেখেনি কেউ, আমার দীর্ঘশ্বাস।


তোমার তরে আমার বিশ্বাস টুকু রয়েছে আজো
থাকবে আজীবন যতদিন আমি না মরি,
স্বপ্নে দিবা-রাত্রিতে যখনি বিরহ যাতনা ভর করে
তখনি স্পর্শে-অনুভবে তোমার হাতটি ধরি।