অধিকার নেই-
আজ সত্য বলার কিংবা সত্যের প্রতিনিধিত্ব করার
মিথ্যা ক্ষমতার দাপটে সব হচ্ছে চুরমার,
অসহায় মুমূর্ষু হয়ে পড়ে আছে জাতির বিবেক,
চারিদিকে হিংস্র হায়েনারা ছাড়ে হুংকার।


অধিকার নেই -
আজ সাহস নিয়ে দেশের তরে গর্জে উঠার
বিবেক গুলো যেন রুগ্ন অসার,
নয়ন আছে মোর, তবুও অন্ধ হয়ে আছি
শুধু নিরবে সয়ে যাওয়া অন্যায় অবিচার।


অধিকার নেই-
আজ জান-মালের নিরাপত্তা নিয়ে বাচার
রক্ষক যেন ভক্ষক হয়ে করবে ছারখার,
অসহায় দরিদ্রের দরদ নেই এই সমাজে
আছে শুধু বড় বড় নিউজ কাভার।


অধিকার নেই -
আজ উচ্চ কন্ঠে আদালতে বিচার চাওয়ার
আইন যেন আজ দাস, ক্ষমতা আর টাকার,
মিথ্যা আর বানোয়াট বুলিতে চারিদিকে সয়লাব
দেশ প্রেমিক আজ নির্বিকার।