ধুলিমাখা টিশার্ট অগোছালো চুল
হাতে আছে নিকোটিন,
একরাশ কষ্ট, অজানা কিছু ব্যাথা
বেড়ে যাচ্ছে দিন দিন।


কেউ বুঝেনা, কাউকে দেখাতে পারিনা
হৃদয়ের ক্ষত কতো,
রঙিন কাপড়ে মোড়ানো কত জিন্দা লাশ
আছে যে শত শত।


দেহের মরণের আগে মৃতপ্রায় হয়ে আছে
এই অবুঝ সরল মন,
অপেক্ষার প্রহর গুনছি, কভু কি আসবেনা
মোর প্রিয় সেই জন।!?


চলে যায় সময়,বয়ে যায় দিন,বয়ে যায় শুভক্ষণ
তবুও সে ফিরে আসেনা,
এই অবুজ মনের ব্যথার তিব্রতা যে কতো!!
সে কি বুঝতে পারেনা"!?


সে না বুঝলেও বুঝে আমার হাতে থাকা
জ্বলন্ত নিকোটিনের ধোঁয়া,
ধোঁয়ার গভীরে হারিয়ে যায় সকল কষ্ট
কিংবা ভালবাসার ছোয়া।



পশ্চিম মোহরা, চাঁন্দগাও ১০.১৮