কোথাও স্বাধীনতা নেই!
কোথাও পূর্ণতা নেই!
নেই নেই কিচ্ছু নেই!


জনতা আজ নিশ্চুপ নির্বাক
সহ্য করো না হয় মরো!
এই নীতি যেন আজ বিরাজমান
ক্ষমতার দাপটে নিষ্পেষিত প্রাণ।


ঘরে-বাইরে, বাসে, কারখানায় সব খানে
নেই নিরাপত্তা জানমালের,
ধর্ষক রা আজ বড়ো বেপরোয়া।
ছোট, বড়, কুমারী কিংবা চার সন্তানের জননী
বাদ যায়না কেউ, হায়েনা মারে যে থাবা।
এরই নাম কী স্বাধীনতা!!?


৩০ লক্ষ শহীদের রক্তের দামে কেনা
আমার সোনার বাংলাদেশ,
তোলা আওয়াজ, রুখে দাও ষড়যন্ত্র
চলো গড়ি প্রিয় স্বদেশ।