প্রেয়সী, পবিত্র ভালবাসা কি জানো?
যেখানে থাকবে না কোনো নিষিদ্ধ কামনা,
থাকবে না কোনো প্রলুব্ধ বাসনা,
শুধু থাকবে একান্ত কিছু তোমার আমার
যা কখনো কবিতার ছন্দে বলা যায় না।


যদি সহস্র দূরেও চলে যায় আমি
তবুও কখনো হারাবেনা তুমি
এই হৃদ মাঝারে থাকবে পরশ বুলিয়ে
তোমার রুপোলী শাড়ির আঁচল দুলিয়ে
আমাদের এই বন্ধন কভু পুরনো হবেনা।


প্রেয়সী, এই কঠিন বাস্তবতার ভীড়ে
আসতে হবেনা তোমাকে সব ছেড়ে,
শুধু দূর হতে স্পর্শহীন ভালবেসো
জাগরণে নয় স্বপ্নে কেবল কাছে এসো,
এটাই তোমার তরে আমার কামনা।


পবিত্র ভালবাসায় থাকেনা কোনো নোংরামি
সত্য ভালবাসা দুনিয়ার সব থেকে দামী,
তুমি যেখানেই থাকো, সুখে থাকো
আপন মানুষ গুলো কে কাছে রাখো
মনে রেখো,সত্য ভালবাসার কভু মিলন হয় না।