গ্রীষ্মের প্রখরতায় প্রেম ছিল তোর
তবে আজ কেন অস্ত গেলি ?
আশাহীন হৃদয়ে মায়া দিয়ে তুই,
আবার কেন আশা দেখালি?


দিগন্ত হীন পথে দাড়িয়ে আছি
একা আমি শুধইু একা,
এভাবেই কেটে যাবে অনন্তকাল
চলুক ধরণীর চাকা।


এখন মধ্যরাত, নাকি কি দুপুর ?!
বুঝে উঠতে পারি না।
তোমার কথাগুলো ভাবায় শুধু
স্মৃতিরা পিছু ছাড়েনা


তোকে ছাড়া আমি একা বড় একা
নির্জন শূন্য,
যেন প্রাণের অস্তিত্বহীন চাঁদ
জীর্ণশীর্ণ।


তোকে পাবোনা জানে এই মন
তবুও আশা ছাড়েনা,
বাধার দেয়াল যেন চীনের মহাপ্রাচীর
দুচোখে আর কিছুই দেখে না ।