কোথায় হারিয়ে গেলো সেই চির চেনা
ভালোলাগা প্রিয় মুখ,
যার কন্ঠে শুনতে ব্যাকুল হয়ে যেতাম
খুজে পেতাম হারানো সুখ।


কোথায় আজ সেই রাতের পাখি
উকি দিয়ে করতো ডাকাডাকি,
আজ কি হলো কেনো বা খুজে অন্য নীর!?
বিরহে মন কাঁদে ভিজে যায় আখি।


একদিন বুঝবে হয়তো সেদিন ব্যাকুল হয়ে খুজবে
তবুও পাবে না কাছে,
এভাবেই হারিয়ে যাবো ধরণীর মায়া ছেড়ে
অন্ধকার মাটির নিচে।


কেন বদলে গেছো? কিভাবে বদলায় সব কিছু
অতোটা জানিনে আমি,
শুধু জানি ভালোবাসার এই খেলায় জিতে গিয়ে
নিরবে হেরেছো তুমি।