প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা
ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই,
মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই
মুছে ফেলা যায় কত সহজে,
অথচ, মন থেকে মুছা যায় না কিছুতেই।
জানি হয়তো শুনে খারাপ লেগেছে খুব
তবুও আমি চাই তুমি সুখে থাকো
নতুন ভুবনে ভালো থাকো রোজ।


তোমার কল্পনায় হয়তো এখন আর আমি নেই
সেখানে জায়গা করে নিয়েছে কত সুজন
কত ভ্রমরের আনাগোনা তোমার প্রেমের কাননে
আমি একলা মানুষ নিঃসঙ্গ কাটে রাত
তবুও ভাবনার দরজায় কড়া নাড়ে
ফ্রেমে বাঁধা তোমার আমার স্মৃতি গুলো।
ভুলে গেছো তাতে নেই কোনো অভিযোগ
আমি চাই অন্য বাহুডোরে ভালো থাকো রোজ।


প্রেয়সী! যদি কখনো হয়ে যাও একাকী
পুরনো কথা ভেবে ভিজিয়ো না আঁখি,
এই ব্যস্ত জীবনে কত কেউ আসবে -যাবে
কত আপন পর হয়ে যাবে,কত ফুল ঝরে যাবে,
তাই মিছে মায়ার এই ভালবাসার তরে
ব্যস্ত মানুষের ভীড়ে কভু নিয়ো না আর খোঁজ
আমি একাকী বেশ ভালোই আছি,
তুমিও প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকো রোজ।