ভালবাসি "আমি তোমায় ভালোবাসি!"
এটাতো নয় ভালবাসা!
ভালবাসা কি জানো?
ভালবাসা হলো প্রিয়তমার কাছে
নিজেকে সমর্পিত করা
সে যখন কথা বলে -
গভীর বিশ্বাসে শ্রবণ করা
স্বপ্নের ভঙ্গের খেলায় মেতে উঠা।


ভালবাসা তোমাকে পাগল বানাবে
নতুন করে আশা জাগাবে
এক নিয়মের বেড়াজালে আটকাবে,
তবুও সেটা তোমার কাছে
আবেহায়াত মনে হবে।
ভালবাসা বৃক্ষের মত তোমায় বর্ধিত করবে,
নতুন পল্লবে পল্লবে আলোক চমকাবে
শিকড়ের গভীরে ভিষণভাবে নাড়া দিবে।


ভালবাসা তোমার হৃদয় কে সংকীর্ণ করবে
যেমন গর্তের বাইরে সর্পের মত,
আবার বিশালতায় ভরিয়ে দেবে,
সুবিশাল নীল আকাশের মত,
যদি সত্যি ভালবাসার পরশ পাও
তবে হৃদয়ের সকল খবর জানতে পারবে।
তুমি জীবনের স্বাদ বুঝতে পারবে
যা অকল্পনীয় বলে মনে হবে।


ভালবাসা রূপ সৌন্দর্য দিয়ে হয়না
তার এক পলকে হঠাৎ করে হয়ে যায়।
তুমি বুঝতেও পারবে না
ভালবাসার অনুভূতি বলে বুঝানো যায়না
তখন তুমি এক অঘোষিত কোনো রাজা কিংবা রাণী
নিজের বিশাল রাজ্য ভুলে রাজা যেমন আনমনা
ঠিক তেমন অনুভূতি তোমার মনে আসবে
তুমি নিজের মাঝে নিজেকে খুজে পাবে।


ভালবাসা শুধু ভালবাসা দিয়ে জয় করতে হয়
অর্থ কড়ি, যশখ্যাতি যেখানে বড় বেমানান
সত্যিকারের ভালবাসা কেনা যায় না,
কিংবা কোথাও বিক্রি ও হয় না।
নিজেকে ভালবাসার চাদরে পূর্ণ করে নাও
তবেই তুমি লাভ করবে অকৃত্রিম ভালবাসা।
যা তোমার দু'চোখ বন্ধ করলে স্পর্শ পাবে
অালিঙ্গনের আসল সুখ সেখানে পাবে।


ভালবাসা হল কঠিন যন্ত্রণা সহ্য করা
যেমন করাত দিয়ে বৃক্ষ কে কাটা হয়
সে চিৎকার করে না, কর‍তে পারেনা।
ভালবাসার যন্ত্রণা যখনি তোমার উপলব্ধি হবে
তুমি আনন্দের সঙগা খুজে পাবে।
প্রতিটি মুহূর্ত তোমার কাছে নতুন মনে হবে
তোমার ঠোঁটে সর্বদা থাকবে একটা প্রার্থনা
প্রিয়জন যেন সারাজীবন থাকে তোমার পাশে।


এটাই হল ভালবাসা!
যদি বুঝে থাকো তবেই পাবে,
না হয় মাঝরাস্তায় পথ হারাবে,
যেমন অকুল দরিয়ায় মাঝি দিক হারিয়ে ফেলে।