প্রেয়সী! যদি একদিন দেখা হয়ে যায়
চেনা সেই মেঠো রাস্তায়,
যদিও রাস্তাটা বড় বদলে গেছে
উন্নয়নের ছোয়ায় পাকা হয়েছে।
তখন কি মনে পড়বে তোমার??
সেই মধুর দিন গুলোর কথা
হাত ধরে হেটেছিলাম,বসেছি গাছের ছায়ায়।।


আমার দিনগুলো এমনি করে কেটে যায়
কিছু স্বপ্ন মনের অগোচরে রয়ে যায়,
কভু পায়না পূরণ হওয়ার অধিকার।
তবুও স্বপ্নের পথ ধরে এগিয়ে যায়,
এভাবে চলতে হবে গন্তব্যহীনভাবে
ঠিকানা বিহীন কোনো আগন্তুকের বেশে,
হয়তো একদিন থেমে যাব অজানাই।।


প্রেয়সী! যদি একদিন শীতের সন্ধায়
চোখ রাখো যদি আমার কবিতার খাতায়
যেখানে কলমের আঁচড়ে লিখেছিলাম
অসংখ্য কবিতা তোমায় নিয়ে
তখন কি মনে পড়বে আমায়??
নাকি অসংখ্য মানুষের ভীড়ে হারাবে ফের
যেভাবে হারিয়েছি পরিনতির বেলায়।।