পৃথিবীটা যেন থমকে গেল মহামারী করোনার হানায়,
অস্ত্র নয়, বোমা নয়, নয় কোন গোলাবারুদ,
তবুও মৃত্যু কবলে ঝরে পড়েছে হাজারো প্রাণ,
এই মহামারীর শংকায়।


কোথায় আছিস ঐ ঘাতক রাঘববোয়ালরা?
মুসলিমদের উপর করেছিলি অত্যাচার,
মসজিদ ভেঙ্গে করেছিস মন্দির,
কেড়ে নিয়েছিস হাজারো মুসলিম জাতির প্রাণ;
আজ বিধাতার তরে নরপিচাশের দল
তোদের প্রাণ দিয়ে যেতে হবে দান।


এবার কার সাথে করবি যুদ্ধ,
কার উপর করবি অত্যাচার?
দুনিয়ার যুদ্ধে হয়তোবা জিতেছিস,
বিধাতার এই যুদ্ধে পাবি না পার।


হে মহান তুমি মোদের প্রতি হও সহায়,
আমরা যে তোমারি গুনাহগার বান্দা,
আমরা যে তোমারি প্রিয় নবীর উম্মত,
তোমার দরজা ছাড়া নেই যে কোনো আর পথ।


তোমার তরে করে যাই ফরিয়াদ,
পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ওগো মহান,
তোমার তরেই শফি দিতে চাই মোদের এই জীবন খান।


ও হে মুসলিম! ও হে মুমিন! ও হে ঈমানদার!
ইসলামের প্রচার দুনিয়াতে করে যাও,
মহান আল্লাহর এই মহামারীর গজব থেকে
শেষবারের মতো যদি মুক্তি পেতে চাও।