অপরূপ ঐ চাঁদের পানে তাকিয়েও
পাইনি আমি তোমার রূপ,
তুমি যে এক অনন্য রূপধারার সৃষ্টি
তোমার হাসিতে প্রকৃতিও নিঃচুপ।


তোমায় খুঁজে পাইনি আমি ঐ নীল আকাশে
তোমায় পেয়েছি স্বপ্নমাঝে,
তোমায় রাখিনি কোন রাজ্যের রাজপ্রাসাদে
রেখেছি শুধু এ হৃদয়মাঝে।


তুমি এসেই যেন ভরিয়ে দিলে আমার
মনের অতৃপ্ত শত আশা,
তুমি রাঙিয়ে দিয়েছো এই হৃদয়ের নিবাস
দিয়ে অনন্ত ভালোবাসা।


তোমার হরিণী চোখের দৃষ্টিতে আমি
দেখেছি অফুরন্ত প্রেমের মায়া,
তোমার কালো উড়ন্ত কেশের মাঝে
খুঁজে পেয়েছি শান্তির ছায়া।


তোমার হাতের স্পর্শতায় দেহ আমার
শিহরে উঠে যেন প্রতিক্ষণ,
তোমার মিষ্টি কণ্ঠের গীতের মাঝে যেন
অমৃত খুঁজে পায় এই মন।