"একটা ছোট্ট মোমবাতির আগুন সামান্য ফুঁ দিয়েই নেভানো যায় ... কিন্তু কোন বড় রকমের আগুন লেগে গেলে ?? ... হাজারটা ফুঁ দিয়েও নেভানো যায় না ... যখন ফুঁ দেয়া ছাড়া আর কিছুই করার সামর্থ্য থাকে না, তখন
আগুনটা জ্বলতে দেখলে একটা মানুষের প্রচন্ড অসহায় লাগে !! মেয়েটার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ... আমি হাজারবার লক্ষবার "সব ঠিক হয়ে যাবে" - বললেও চোখের পানির ধারা থামবে না ... ঐটুকুই আমার সামর্থ্য ... ঐ ফুঁ দেয়ার মতই ছোট্ট সামর্থ্য ... ফুঁ তে তো আগুন নিভে না ... মুখের কথায় তো সব কষ্ট ঠিক হয় না !! এই অসহায় অনুভূতিটা খুব খারাপ ... হাতটা প্রচন্ড কাঁপে ... ইতস্তত করেও তার মাথার উপর হাতটা রাখা যায় না ... শক্ত করে মুঠ করে বসে থাকতে হয় !! শুধু অধিকারের বেলায়ই পৃথিবীতে "লিমিট" নামক একটা জিনিস আছে ... ওটার বাইরে কখনোই যাওয়া যায় না ... শুধু অসহায় অনুভূতির বেলায়ই "লিমিট" বলে কিছু নেই !!
কেউ একজন কাঁদতে থাকে ... অন্য একজন তার সামনে দাঁড়িয়ে অসহায়ের মত তা দেখতে থাকে ... অসহায় অনুভূতিটা বাড়তেই থাকে ... বাড়তেই থাকে ... কোন লিমিট নাই তার ... কোন শেষ নাই !!"