জন্ম আমার স্বার্থক মাগো
জন্মেছি এই দেশে,
সবুজে শ্যামলে শস্যে ঘেরা
সোনার বাংলাদেশে।


সকল দেশের রাণী বলে
আমার সোনার দেশ,
প্রকৃতির এক অপরূপ রূপে
সেজেছে রঙিন বেশ।


পাখ-পাখালীর কিচিরমিচির
ঘন অরণ্যের মেলা,
খাল-বিল আর নদীর জলে
নানান মাছের খেলা।


সোনার দেশের সোনার মাটি
সোনার ধনে ভরা,
এই মাটিতে-ই আমার স্বর্গসুখ
এই মাটি-ই স্বপ্নচূড়া।


ছয় ঋতুর এই সোনার দেশে
হাজারো ফুলের মেলা,
নানান ফলের মিষ্টি স্বাদ আর
নানান রসের খেলা।


সালাম তোমায় ওগো মা-জননী
শুকরিয়া হে নিরাকার,
গগনতলের এই দেশে-ই যেন
দেহান্ত হয় আমার।