আজকের এই নিশিতে
লক্ষ তারার মেলা,
তবুও চাঁদটা যেনো মেঘের
আড়ালে লুকিয়ে আছে,
চাঁদটাকে খুব মিস করছি
কোথায় হারিয়ে গেলো অচিরেই?


আজ আমি নীড়হারা পাখি হয়ে
রাতের আকাশের সেই
চাঁদটাকে খুঁজে ফিরছি,
যাতনায় কাতর হয়েছে
এই কোমল হৃদয়টা,
হৃদয়বিহীন মানব হয়েই যেনো
বেঁচে আছি এই রঙের ভুবনে।


স্মৃতির অনলে পুড়ে পুড়ে
দগ্ধ হৃদয়ে তবুও খুঁজছি
চাঁদের ধূসর আলোটাকে,
তবুও একটু ভালোবাসার খোঁজে
চলেছি নিরুদ্দেশে অজানা পথে।



★বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছি। এখানে নেটওয়ার্কের সমস্যার কারনে কারো পাতায় যেতে পারছি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।★