সতত তোমারি কথা-ই ভাবি বান্ধব,
সতত তোমারি ছবি জুড়ে রয় মনে।
হলে তুমি বন্ধু মোর, নাহি পরাভব,
সুখে-দুঃখে পাশাপাশি রব প্রতিক্ষণে।
মজিনু তোমারি সনে, তোমার-ই গুণে,
অবোধ, অধম আমি, অলক্ষী প্রভাব।
যথাকালে দেখা হল তোমার-ই পানে
শপথ করিনু মম, বদলে স্বভাব।
--
দুর্গম গিরি পথ দেব পশ্চাতে ঠেলে
সমবেগে ছুটে যাব লোভ পরিহরি।
স্বপ্ন-আশা অর্জন করি, আসিব ফিরি।
মিলে-মিশে রব মোরা ভবে চিরকালে।
যত দুরে, যেথা রবে, রাখিও খবর।
তুমি এসে দেখে যেও আমার কবর।