আমার কি দোষ? আমিতো কাঁদিনি।
আবেগ ; কাঁদিয়েছে আমায়।
আবেগ কে প্রশ্ন কর, কেন এত মেঘ?
কেন গর্জনহীন নিরব বৃষ্টির
অবিরাম ঝরে পড়া রাতভর?
কেন কপলের দু'কুলে জলের স্রোত?
তাতে কি! দেখেনিতো কেউ,
চাঁদ-তারা হীনা।
ঘুমের ঘোরে সারা পৃথিবী,
গভীর রাত!
নিরব বৃষ্টির রুমঝুম শব্দ নেই,
কারো ঘুম ভাঙেনি, কেউ জানেনি,
কেউ জানতে ও চায়নি, বুঝলো ও না।
সকালেই আলো ঝলমল রোদ,
হাসি হাসি মুখ, হাসির অভিনয়
মুগ্ধ সকলে।
ব্যস্ত পৃথিবীর ব্যস্ততায়
হারিয়ে যায় সকলে নিজ নিজ ভাবনায়।
তুমি কেঁদে সুখি হও,
সুখি হয়ে কাঁদো,
তবে নিরবে, খুব নিরবে কাঁদো।