হে কবি ---
তুমি উম্মাদ - তুমি উল্লাস,
তুমি উদগ্রীব - তুমি উদ্ভাস,
তোমার মোহে পরে গাই এ গান,
বাংলার জমিনে তুমি মোর প্রাণ।
হে কবি ---
তুমি প্রগাঢ় - তুমি প্রখর,
তুমি প্রসার - তুমি বাহার,
আলোকিত করেছ বাংলার মাটি,
বাঙ্গালী হৃদয়ে তোমার ঘাঁটি।
হে কবি ---
তুমি কোকিল - তুমি দোয়েল,
তুমি হিল্লোল - তুমি পরিমেল,
তোমারি ছোঁয়াতে তেষ্টা মেঠাই,
তোমার প্রদীপে আমি এ গান গাই।
হে কবি ---
তুমি গর্জন - তুমি তর্জন,
তুমি দলন - তুমি স্বজন,
ঊৎপীড়িতের তরে ছিল তোমার মসী,
তাইতো তোমায় শ্রদ্ধা করে বঙ্গবাসী।
হে কবি ---
তুমি দীপ্তি - তুমি ঋত্বিক,
তুমি তৃপ্তি - তুমি নির্ভীক,
বিদ্রোহী তুমি, কাজী নজরূল,
তোমার কবিতায় আমি ব্যাকুল।
হে কবি ---
তুমি জ্যোতি - তুমি খ্যাতি,
তুমি সাথী - তুমি স্মৃতি,
তন্দ্রা ভেঙ্গে মোরে জাগিয়েছ তুমি,
তাইত কবি তোমারে নমি; নমি; নমি।