রিক্ত হস্তে দাঁড়ায়াছি বিভু, তোরি পদতলে।
বারিধারা বহে কপলের বুকে, নয়নের অশ্রুজলে।
করুণা বষর্ণ করিতেছ বিভু, বসুধায় একাধারে,
সেদিন সেথায় করিও করুণা সিরাতের পারাপারে।
অতি অপরুপ নিপুণ হস্তে গঠন করেছ কায়া।
মহা বিচারে বার রবিতলে রেখ আরশের ছায়া।
ধরায় পাঠালে করুণার বসে রাসুলের জামানাতে,
মার্জনা করি করিও অর্পন আমল ডানহাতে।
কর্ণযুগলে পাঠালে বিভু প্রিয় রাসুলের বাণী।
তোমার হাবিব সেথা যেন দেন কাওসারেরই পানি।
ক্ষমার দরজা খুলে দিও বিভু, ফেরদৌস কর দান।
সেদিন সেথায় বিচারক হাতে রবে যবে মীযান। .....................আমিন,আমিন,আমিন।