লেখনীরে বল, ___
                "মসি চল চল"।
দিবা-নিশি ছুটে যেন কবিতার দল।
-
মনে কত কথা জমা হয় প্রতিরাত।
কবিতার ফুলপরী রচিল, 'প্রপাত'।
কেন মসি থেমে গেলি? নেই কি যে বল?
খুঁজে নিয়ে তারে কবি, "বাড়া মনোবল"।
দিবা-নিশি ছুটে যেন কবিতার দল।
-
স্বপ্নের দ্বার খোলা, স্বাধীন আশা।
আসা-যাওয়া ছুটাছুটি, মুক্ত ভাষা।
কত নিশি, কত সুখ, কত ভালোবাসা।
ওগো কবি, - নিয়ে সবি, শক্তি প্রবল।
দিবা-নিশি ছুটে যেন কবিতার দল।