আমি কাঁদি বলে আজ, চোখে জল রাশি রাশি।
ঝরে পড়ে অবিরত বৃষ্টির কণা সেজে আসি।
ঘিরে ধরা মেঘমালা, চারিপাশ রাখে আঁধারে,
নিধারুণ হতাশা জোট বাঁধে অথৈ পাথারে।
টলমল জলে ভরা অক্ষির গোলকে--
আঁধারের চাদরে, ঢেকে দিল আলোকে।
বাতাসের তালে তালে ঢেউ খেলে আকাশে,
ব্যাথা এল সারিসারি, মন হল ফ্যাকাশে।
যন্ত্রণা মেঘ হয়ে জোট বাঁধে হৃদয়ে,
করুণার হাত পাতি ভালোবাসা হারিয়ে।
স্বপ্নের ডানাগুলো চুরমার, ঘুর্ণির প্রবলে,
শঙ্কিত মন পাখি, লুণ্ঠিত; শিকারির কবলে।
অগোচরে থেকে থেকে মায়াভরা এ হৃদয় ; আহারে !!
বিরহের দাবানলে ছারখার, চায় যেন কাহারে।
নিষ্ঠার শৃঙ্খলে বেষ্টিত আশা, হল রে খাঁচার।
এত মায়া-ভালবাসা, স্বপ্ন হল না প্রচার।
কান্নার রোল উঠে - শব্দ বিহীন, মনে এলে স্মৃতি;
বেলা গেল হারিয়ে, রয়ে গেল হায়!! অগোচরে প্রীতি।