অল্প প্রেমের গল্প হাজার
সস্তা অতি প্রেমের বাজার
কার প্রেমিকা কোনটা বোঝার
-----সাদ্যে কুলায় না।
মুগ্ধ করে স্নিগ্ধ আঁখি
মন পিঞ্জরের মনের পাখি
ইচ্ছে তারে সাজিয়ে রাখি
------করতে আপন জনা।
একটু খানি দেখার পরে
মিষ্টি কথার মধুর স্বরে
দিল দিওয়ানা তাহার তরে
----- পরাণ মানে না।
স্বল্প  কথার গল্প শুনে
মন ভরে যায় তাহার গুণে
মগ্ন থাকে সারাক্ষণে
----তাহার ভাবনা।
কোন ছলেতে বলতে হবে
ভালবাসার কথা তবে
প্রাণের দামে মূল্য পাবে
-------সদা জল্পনা।
কয়েক নিশি ভাবার পরে
সাহস বাড়ে মনের ঘরে
প্রেমের গোলাপ প্রেরণ করে
------বুক ও কাঁপে না।
এমনি চলে প্রেমের জীবন
পার্ক, সৈকতে ঘুরছে দু'জন
নায় পরওয়া আপন স্বজন
-----কারে ও ডরায় না।
ফুর্তি চলার এমন ক্ষণে
প্রেমের বিনাশ হঠাৎ মানে
দু'জন ছুটে দু'পথ পানে
-----মিলন হল না।।।।।।।