হঠাৎ বিরহ ঝড়ে,
কেঁপে কেঁপে উঠে হৃদয় আকাশ।
দু'টি মনে হাহাকার আর বেদনার সুর।
ঝড়ের প্রকোপে ভেঙ্গেছে -
বৃক্ষ শাখা ;
কিছুই আজ নাহি করিবার।
শুধু কান্না, বেদনা, কষ্টের হাহাকার।
একটা অনভিপ্রেত দুর্যোগ এসে--
কেড়ে নিল সব, ভেঙ্গে দিয়ে আশা,
ছুড়ে দিল দুটি প্রাণ, বহুদুর দুরান্তে,
কেঁদে মরে দুটি মন, বিরহ সীমান্তে।
তখনো ফোটেনি ফুল দুটি ডগায়
জেগেছিল সবে দু'ডগায় দু'টি মুকুল
বসন্ত আসার আগে।
হৃদয়ের আশা ছিল, সময়ের সাথে--
ধীরে অতি ধীরে ফুটিবে দু'টি ফুল।
সুভাষ ছড়িয়ে মোহিত করে চারপাশ
স্বাগত জানিয়ে বরণ করিবে ফাগুন।
তবে হল না তা!!
আসিল না হৃদে সেই সুখ বসন্ত।
ফুল দু'টি তাই আপনার মত করে
পারিল না হতে ফুটন্ত,
এ কানন তলে।
বিদায়ের ক্ষণে দুটি মন কাছাকাছি,
এক হালি চোখ, জল টলমল,
হৃদয়ের অতলে কি তুফান ভারি!
তবু চলে যায় দুরে -----
দ'টি মন কেঁদে উঠে বিরহের সুরে।
ভেঙ্গে গেল স্বপ্ন, এ প্রবল ঝড়ে।
হঠাৎ বিরহ ঝড়ে।।।