যে কষ্ট বিঁধেছে বুকে তা-কি ভোলা যায় !
নয়নের জল সদা নয়ন কাঁদায়।
যে আশা করেছি নিজে, ভাঙ্গিল তা-কিসে !
মিছে হল স্বপ্ন, মিছে অভিলাষে।
ভাল আর থাকা মোর হল না সেথায়,
হৃদয় ভরিল আজি না চাওয়া ব্যথায়।
জগৎ-এর একি রুপ! দেখি নাই আগে,
ধীরে ধীরে মানবতা পাল্টাতে লাগে।
স্বপ্নীল ছায়া যাহা ঘুরিত পাশে,
রোদ দেখে সে ছায়া গেল দুরদেশে।
এতটুকু মমতায় বাড়াল না হাত
কাজ করে রোজ রোজ খেয়ে যাও ভাত।
আপন আর পর বল, নহে কেহ কার,
রাজ্যের দুঃখ সব মাথা করে ভার।
যে প্রাচীর গড়েছিলুম বহু সাধনায়,
সে প্রাচীর ভেসে গেল কচুরিপানায়।
এত শ্রম তার তরে দিয়েছি কেন?
নিজ স্বার্থের তরে মানুষ হেন।
এতসব হারিয়েও পেয়েছি জ্ঞান,
পরের জীবন হবে খুব সাবধান।