যৌবনা চঞ্চলা গৌরবি ভাব।
ভাবনার নয়নে রাঙ্গা রাঙ্গা খা'ব।
পিঞ্জরে অংকিত কত শত মুখ,
যার কাছে থাকে যেথা তারে ভাবে সুখ।
আপনার ঝঞ্জাল আপনি বাড়ায়,
গুঞ্জনে কুঞ্জনে সুরভী হারায়।
হীন মনে বসে রয় লাল গোলাপে।
চটাচট্ রেগে উঠে ক্ষণ আলাপে।
বিহঙ্গ ঘোড়া হয়ে ছুটে দশদিক,
তরঙ্গ বেগে থাকে নহে নির্ভীক।
তারুণ্য গৌরব করে দেয় নাশ।
অংকুরে বিনষ্ট মনঃ অভিলাষ।
জেনেরেখো, সরলতা করে গুণীজন।
পবিত্র মন চায় সদা সর্বজন।