দুরে থাকা বেদনার -
হাহাকার বুকে ;
কাছে আসা জ্বালাতন -
থাকি কোথা সুখে ?
কাছে কিবা দুরে বল সব ঠিকানায়,
চোখে সদা জল।
দুরে এসে বিরহে, কাছে ঝামেলায়,
তব যাব কোথা বল ?
মিলেমিশে একসাথে চলায়-বলায়,
কেন বাড়ে অভিমান ?
দুরে গিয়ে একা একা সারাটা বেলায়,
কেন কাঁদে মন-প্রাণ ?
বুকভরা ভালোবাসা, মায়ার সাগর,
সবি পলকের আড়ে।
চোখাচোখি বসবাস ; প্রতিটা প্রহর,
শুধু দুঃখ বাড়ে।
কোথা গিয়ে কোথা থাকি ভাবনা সদা,
আজ মন হল ভার।
যেথা-সেথা চোখে জল, শুধু-ই কাঁদা ;
করি জীবনটা পার।