বুঝিতে পারেনা রাণী ---
আমার বুকের গহীনে রয়েছে,
তাহার প্রেমের খনি।
আমিতো জেনেছি, নিরবে মেনেছি,
বলেছি ধরিতে সবুর।
অনেক কষ্ট সহ্য করেছি,
সহায় চেয়েছি প্রভুর।


অযথা রাণী কান্দে ---
নিজের মত বুঝিছে ভুল,
ভাবিছে পড়েছে ফান্দে।
আমিতো বলিনি, বলিতে পারিনি,
তোমাতে সপেছি সবি।
বুকেতে বেঁধেছি, স্বপ্ন বুনেছি,
আপাত নিরব কবি।