কেউ হতে আরও চাচ্ছে বড়,
ধনের উপর ধন।
কোন অভাগা কাঁদছে হু হু,
ছিন্ন হবে বাঁধন।
যার হয়ে যায় সমনজারি,
ছাড়তে হবে এপার।
তার হৃদয়ে তুফান ভারি,
যন্ত্র নাহি মাপার।
এ ভুবনে মায়ার বাঁধন,
কে ছাড়িতে চায় ?
তবুরে মন বাঁধন হারার,
গল্প প্রচুর, হায়!!
এমন যদি বিদায় ক্ষণের
দিন গুণিতে হয়।
নয়ন জলের প্রতিটি ক্ষণ,
কেমন করে সয়।
কবিরাজের শেষ ভরসা,
মাথা করে নিচু।
মায়ার বাঁধন, ছায়ার মতন,
আর থাকেনা পিছু।
এমন লোকের ঠোঁটের কোণে,
ছলনারই হাঁসি।
মুখ ফুটিয়ে বলতে মানা,
কত ভালবাসি।।