আজিকের এই বিজয়ের দিনে হাসি নেই মোর মুখে,
স্বজন হারানো করুণ বেদনা বিচরণ করে বুকে।
বাপজান মোর জীবন দিয়েছে বাংলাদেশের লাগি,
জননী আমার বাংলার তরে হয়েছে দুঃখের ভাগি।
সাদা কাপড়ের শাড়ীর আঁচল জড়িয়ে নিয়েছে গায়ে,
জীবনের সাথে লড়াই করেছে সঙ্গে আমায় নিয়ে।
সকল শিশুরা বাবার স্নেহে, মায়া মমতায় বাড়ে,
জম্মের আগে মুক্তিযুদ্ধ, সে সোহাগ নেয় কেড়ে।
সোহাগ হারিয়ে গর্বিত তবু পেয়েছি বাংলাদেশ।
স্বাধীন দেশেতে বসবাস করে, সুখে-দুঃখে আছি বেশ।
পরিচয় মোর স্বাধীন-বিজয়ী বাংলাদেশের বলে,
তার চেয়ে বড়, মুক্তিযোদ্ধা মহান বীরের ছেলে।
অনেক বছর পাড়ি দিয়ে আজ বিজয় দিবস এল।
বাবার স্বরণে তবু বারবার মুখ হয়ে উঠে কাল।